সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ইয়াবা জব্দ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
নাফ নদী সীমান্তে বিজিবির অভিযান
expand
নাফ নদী সীমান্তে বিজিবির অভিযান

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সংলগ্ন আশিকানিয়া এলাকায় অভিযান চালিয়ে ২লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি।

শনিবার ভোরে টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন আশিকানিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এ তথ্যের প্রেক্ষিতে ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে থার্মাল ক্যামেরার মাধ্যমে নাফ নদীতে একটি নৌকায় চারজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবির আভিযানিক দল তাদের আটক করতে নৌযান নিয়ে অগ্রসর হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা থেকে মালামাল ফেলে দিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় চারটি পলিব্যাগ উদ্ধার করা হয়। এসব পলিব্যাগের ভেতর বিশেষ কায়দায় মোড়ানো মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X