

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজার- ৩ (সদর, রামু, ঈদগাঁও) আসন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সমাপ্ত হয়েছে। শনিবার সকালে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই দুটি আসনের মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
এতে কক্সবাজার- ৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ভোটার স্বাক্ষরজনিত জটিলতায় স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আসনটিতে ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াত ইসলামীর শহিদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া পার্থ ও আমজনতার দলের নুরুল আবছারের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
কক্সবাজার-০৪ আসনে ৫ জন প্রার্থীর মাঝে ৫ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করা হয় । এই আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও জেলা জামায়াত ইসলামীর আমীর নুর মুহাম্মদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরফাত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল,এনডিএমের সাইফুদ্দিন খালেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়৷
রিটার্নিং কর্মকর্তা মো.আ.মান্নান জানান,কক্সবাজার ৩ ও কক্সবাজার ৪ মোট ১১ প্রার্থী মনোনয়ন জমা দেয়। যাচাই-বাছাই শেষে কক্সবাজার ৩ আসনে ১ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এই দুই আসনে বাকী ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। তিনি জানান, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৫ থেকে ১১ জানুয়ারী আপীলের সুযোগ রয়েছে।
এর আগের দিন শুক্রবার বিকেলে কক্সবাজার- ১ ও ২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কাযক্রম সম্পন্ন হয়।
কক্সবাজারের ৪ টি আসনে মোট ২৩ প্রার্থী মনোনয়ন জমা দেয়। তার মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয় আর ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়।
মন্তব্য করুন
