শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় আলোচিত সৈয়দ হোসাইন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

উখিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
সাইফুল ইসলাম রিফাত (২০)
expand
সাইফুল ইসলাম রিফাত (২০)

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দিঘীর বিল এলাকায় সংঘটিত আলোচিত সৈয়দ হোসাইন (৫৫) হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম রিফাত (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্রে জানা যায়, গত (২৩ ডিসেম্বর) বিকালে সৈয়দ হোসাইন বাড়ির পাশের অলি আহমদের দোকানে চা খেতে যান। এ সময় দোকানের বারান্দায় আগে থেকেই অবস্থান করছিলেন তার নাতি সম্পর্কীয় সাইফুল ইসলাম রিফাত। পারিবারিক সম্পর্কের সূত্রে দু’জনের মধ্যে কথাবার্তা চলাকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু হয়।

এক পর্যায়ে রাগান্বিত হয়ে সাইফুল ইসলাম রিফাত দোকানের সামনেই সৈয়দ হোসাইনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহত সৈয়দ হোসাইনকে উদ্ধার করে উখিয়ার কোর্ট বাজারস্থ অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। আসামি আত্মগোপনে থাকলেও তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায়, কক্সবাজারের একটি অভিযানিক দল হাজির পাড়া এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলাম রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X