

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় মেলায় প্রথম পুরস্কার অর্জন করেছে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)। উখিয়া মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এ মেলায় স্কাস একটি আকর্ষণীয় ও সৃজনশীল স্টল প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
স্টলে স্কাসের প্রশিক্ষণপ্রাপ্ত উৎপাদনকারীদের হাতে তৈরি কাপড়, ব্যাগ, বালিশ কভার, টেবিল ক্লথসহ মাটি ও পাটি দিয়ে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করা হয়। পাশাপাশি অঙ্কনশিল্পীদের অঙ্কিত ওয়ালম্যাট ও একটি মেহেদি কর্নার মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা ছিল প্রাণবন্ত।
স্কাসের স্টলে প্রদর্শিত হস্তশিল্প সামগ্রীর প্রতি দর্শনার্থীদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায় এবং উল্লেখযোগ্য পরিমাণ বিক্রিও সম্পন্ন হয়। বিকেলে মেলা পরিদর্শনে আসেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিফাত আসমা এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব যারীন তাসনিম তাসিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরিদর্শনকালে তারা স্কাসের হস্তশিল্প কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং দক্ষ জনশক্তি উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরামর্শ দেন।
মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওর স্টল পরিদর্শন শেষে দক্ষ জনশক্তি তৈরি, হস্তশিল্প সম্প্রসারণ এবং সর্বোচ্চ বিক্রয়ের স্বীকৃতিস্বরূপ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কাসকে প্রথম স্থান অধিকারী হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
উল্লেখ্য যে, স্কাস গত পহেলা বৈশাখে ও উপজেলা প্রশাসনের আয়োজিত মেলায় প্রথম স্থান অর্জন করেছিল।
মন্তব্য করুন
