বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাফ নদীতে দুই বাংলাদেশি জেলে অপহৃত

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
নাফ নদী
expand
নাফ নদী

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি—এমন অভিযোগ স্থানীয় জেলেদের।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩ ডিসেম্বর) সকালে নাফ নদীতে মাছ ধরতে গেলে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার দুই জেলেকে মিয়ানমার জলসীমা সংলগ্ন স্থান থেকে সশস্ত্র লোকজন উঠিয়ে নিয়ে যায়। পরে জানা যায়, অপহরণকারীরা আরাকান আর্মির সদস্য।

অপহৃত জেলেদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন ধরে নাফ নদীতে মাছ ধরতেন।

ঘটনার পর থেকে জেলে পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।টেকনাফ কোস্টগার্ড ও বিজিবি জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তবর্তী নদীতে টহল বাড়ানো হয়েছে এবং জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।এদিকে পরিবারগুলো তাদের স্বজনদের নিরাপদ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X