

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্টেশন এলাকায়।
হাইওয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্টেশন এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি এশিয়া এয়ারকন বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় দুই যাত্রীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার মোহাম্মদ চিশতী (৪২)।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে আনা এসব অস্ত্র ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
ওসি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে অস্ত্রগুলো সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল কি না, সে বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রগুলোর উৎস এবং গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
আটক দুজনকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা মামলা হয়েছে।
মন্তব্য করুন
