

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনাসহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের প্রেক্ষাপটে কুমিল্লা সীমান্তে সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ অংশগুলোতে বাড়ানো হয়েছে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি।
বিজিবির কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ সোমবার (২২ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান।
তিনি বলেন, কুমিল্লা ও ফেনী জেলার সীমান্তবর্তী প্রায় ১০৬ কিলোমিটার এলাকাজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। যেসব এলাকা দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে, সেখানে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আরও জানান, সীমান্তসংলগ্ন এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তের সমান্তরাল সড়কগুলোতে তিনটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব স্থানে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে নিয়মিত তল্লাশি করা হচ্ছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
