মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় শাশুড়িকে পানিতে ডুবিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
জামাল সিকদার (৫০)
expand
জামাল সিকদার (৫০)

কুমিল্লার তিতাস উপজেলায় শাশুড়িকে হত্যার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা জামাল সিকদার (৫০) নামে এক জামাতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর আশুলিয়া এলাকা থেকে রোববার রাতে তাঁকে আটক করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর থেকেই জামাল সিকদার আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পারিবারিক কলহের জেরে প্রথমে অভিযুক্ত জামাল তাঁর কন্যাকে মারধর করেন। এতে কিশোরী মেয়েটি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

নাতনির ওপর নির্যাতনের খবর পেয়ে শাশুড়ি সুফিয়া বেগম জামাতার বাড়িতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে জামাল সিকদার ক্ষিপ্ত হয়ে শাশুড়ির ওপর হামলা চালান এবং পাশের খালে ফেলে তাকে হত্যা করেন। পরে এলাকাবাসী এগিয়ে এলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর নিহতের নাতনি মারিয়া আক্তার বাদী হয়ে তিতাস থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X