শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দুই আসনে ৬ প্রার্থীর চূড়ান্ত লড়াই

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের কার্যালয়
expand
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের কার্যালয়

চুয়াডাঙ্গা জেলার দুটি সংসদীয় আসনেই উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের কার্যালয়ে প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেয়া হয়। এর মাধ্যমে জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দুটি আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ১১ জন প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেছিলেন। তবে মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে ৩ জন এবং চুয়াডাঙ্গা-২ আসন থেকে ২ জনসহ মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্ত লড়াইয়ে এখন চুয়াডাঙ্গার দুটি আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুয়াডাঙ্গা-১ আসনে ৩ জন প্রার্থী চূড়ান্তভাবে মাঠে রয়েছেন। আজ তারা তাদের প্রতীক বুঝে নিয়েছেন। এরা হলেন, শরিফুজ্জামান শরিফ: ধানের শীষ (বিএনপি)। অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল: দাঁড়িপাল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী)। মোঃ জহুরুল ইসলাম: হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। উল্লেখ্য, এই আসন থেকে ইসলামী আন্দোলনের হাসানুজ্জামান সজীব (বিকল্প প্রার্থী), এনসিপির মোল্লা ফারুক এহসান এবং এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন রানা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

চুয়াডাঙ্গা-২ আসনেও ৩ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এরা হলেন, মাহমুদ হাসান খান বাবু: ধানের শীষ (বিএনপি)। অ্যাডভোকেট রুহুল আমিন: দাঁড়িপাল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী)। হাসানুজ্জামান সজীব: হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

এই আসন থেকে এবি পার্টির আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের নুর হাকিম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, “নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে সকল প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।” আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X