মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত
expand
সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের সেলিম চেয়ারম্যানের ভাটার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানজিল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তানজিলের মৃত্যু হয়।

নিহত তানজিল আলমডাঙ্গা শহরের বন্ডবিল স্কুলপাড়া এলাকার তোহিদুল ইসলামের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X