

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাজারে পরিচালিত এক তদারকিমূলক অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অধিদপ্তর সূত্র জানায়, আজ (০১ ডিসেম্বর) সকাল ১১ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষধ এবং জ্বালানী গ্যাসের সঠিক মূল্য ও মান কঠোরভাবে তদারকি করা হয়।
অভিযান চলাকালীন সময়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ এন্ড ক্রোকারিজ গার্ডেনকে অনিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার দায়ে আইনের ৫২ ধারা অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স জননী ফার্মেসীকে ক্রেতাদের কাছে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির গুরুতর অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোট ৩৫,০০০/- টাকা অর্থদণ্ড আরোপের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে সকল ত্রুটি সংশোধন করে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
মন্তব্য করুন
