সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি বিএনপিতে দীর্ঘ দ্বন্দ্বের অবসান, এক কাতারে সরওয়ার-বাহার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
সরওয়ার-বাহার
expand
সরওয়ার-বাহার

দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও অভ্যন্তরীণ মতভেদ ঘুচিয়ে এক কাতারে দাঁড়িয়েছেন ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমউল্লাহ বাহার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শীর্ষ এই দুই নেতার ঐক্যবদ্ধ অবস্থান ফটিকছড়ি বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এই দুই নেতাকে একসঙ্গে দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় উপজেলা বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, "আমি সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এখানে এসেছি। উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমউল্লাহ বাহারের নেতৃত্বে আমাদের নেতাকর্মীরা সুসংগঠিত। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ফটিকছড়িতে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।"

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমউল্লাহ বাহার বলেন, "অতীতের সব ভুল-ভ্রান্তি ভুলে আমরা এখন একই লক্ষ্যে অবিচল। একসময় আমাদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দল এখন সরওয়ার আলমগীরকে বেছে নিয়েছে। আমরা সেই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছি। এখন আমাদের মধ্যে কোনো বিভেদ নেই; লক্ষ্য একটাই—ফটিকছড়িতে দলের বিজয়।"

মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সদস্য জহির আজম চৌধুরী, বিএনপি নেতা সরওয়ার হোসেন, নুরুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, হোসাইন আহমদ মিয়াজী, শহীদুল আজমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, শীর্ষ নেতাদের এই মিলন ও কোলাকুলির মধ্য দিয়ে ফটিকছড়ি বিএনপিতে দীর্ঘদিনের অস্বস্তিকর পরিস্থিতির অবসান ঘটল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X