

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ জনগণের আস্থার প্রতীক উল্লেখ করে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড–আকবর শাহ) আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, আসন্ন রাজনৈতিক লড়াইয়ে বিজয় নিশ্চিত করতে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে নিজ বাসভবনে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সীতাকুণ্ডবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি সবাইকে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।
আসলাম চৌধুরী বলেন, “ধানের শীষ অতীতেও জনগণের ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকতে হবে।”
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আধুনিক, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাজনীতির ভিত্তি স্থাপন করেছিলেন, তা দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়েছেন। দেশের মানুষের কল্যাণে তার অবিচল অবস্থানের কারণেই তিনি আজও ব্যাপক জনপ্রিয়।
মতবিনিময় সভায় আগত সকল নেতাকর্মীরা দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এসময় চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
