মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লন ইন্ডাষ্টিজ গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনে আমেরিকা অ্যাম্বসডরের প্রতিনিধি দল।
expand
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লন ইন্ডাষ্টিজ গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনে আমেরিকা অ্যাম্বসডরের প্রতিনিধি দল।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত শীপ রিসাইক্লিং ইয়ার্ডে ও শিপ ব্রেকিং রিসাইক্লিং ইয়ার্ড নামের জাহাজভাঙা কারখানা পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধি দল।

রোববার (৭ ডিসেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনে শেষে এ কথা বলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধি দল। বৈশ্বিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের শিপব্রেকিং ও রিসাইক্লিং শিল্প নিয়ে দীর্ঘদিন ধরে নানা নেতিবাচক ধারণা ও গুজব প্রচলিত রয়েছে।

তবে সরেজমিনে গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনে গিয়ে সেই প্রচলিত ধারণার ঠিক বিপরীত চিত্র দেখেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধি দল। আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রিন শিপইয়ার্ড ও পরিবেশবান্ধব রিসাইক্লিং কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছে তারা।

তারা আরও বলেন, বর্তমানে বড় বড় শিপব্রেকিং ও রিসাইক্লিন করার সক্ষমতা প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। এ সক্ষমতার পজিটিভ ইমেজ জাহাজ ভাঙা সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) বাংলাদেশ সরকারের মাধ্যমে হাইলাইট করে গ্লোবালি তুলে ধরবে। গ্রিন স্টিল ও রিসাইক্লিং নিয়ে বহির্বিশ্বের অর্থায়ন করার প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন।

পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধি দলের সামনে গ্রিন শিপইয়ার্ড ও রিসাইক্লিংয়ের বাস্তবচিত্র তুলে ধরেন আইএমও ও গ্রিন শিপইয়ার্ড রিসাইক্লিনের কনসালটেন্ট মোহাম্মদ মাহাবুবুর রহমান।

এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও অর্থনৈতিক পরামর্শদাতা এরিক গিলান, অর্থনৈতিক কর্মকর্তা রিচার্ড রাসমুসেন, রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ ও অর্থনৈতিক বিশেষজ্ঞ আসিফ আহমেদ।

উপস্থিত ছিলেন বিএসবিআরএর ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, মাস্টার আবুল কাসেম, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিন ইন্ডাস্ট্রিজের সিইও ফেরদৌস ওয়াহিদ, সিও আসাদুজ্জামান সাইমন, ম্যানেজার ইউসুফ চৌধুরী ও বিএসবিআরএর সেক্রেটারি নাজমুল ইসলামসহ বিভিন্ন কমকর্তাবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X