মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে চালক নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
ফটিকছড়িতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ
expand
ফটিকছড়িতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ

চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি-ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত এবং অন্য পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মোহাম্মদ কাউসার আলম (২৯)। তিনি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

আহতরা হলেন- একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চরীখীল এলাকার মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ মুসা, রিফা আক্তার, তার চার বছরের শিশুকন্যা এবং ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা শিশুসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাতার প্রবাসী তারেক নামের এক ব্যক্তিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি আনতে তার পরিবারের সদস্যরা মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। ফরহাদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মিনি-ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড আঘাতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে তাদের চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই চালক কাউসার আলম মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন বাহাদুর।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহেদ বড়ুয়া জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মিনি-ট্রাক জব্দ করা হয়েছে। বর্তমানে দুটি গাড়িই নাজিরহাট থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর মিনি-ট্রাকের চালক পালিয়ে গেছেন।

তিনি বলেন, নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X