

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের আসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আবেগাপ্লুত হয়ে অনেক নেতাকর্মীকে অঝোরে কাঁদতে দেখা যায়।
জানাজা শেষে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশের গণতন্ত্র রক্ষায় তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী। তার আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হওয়া উচিত।
মন্তব্য করুন
