

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর প্রাণহানি ঘটেছে। মৃত শিশুরা হলেন তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)। ঘটনা শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় কদমতলী গ্রামে ঘটেছে।
তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার কন্যা এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে। স্থানীয় ওয়ার্ড সদস্য জানিয়েছেন, গ্রামের চারপাশে বাক-লঙ্গন নদী বয়ে গেছে।
শিশু দুজন বাড়ির পাশের দোকান থেকে ঝালমুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নদীর তীরে বসেছিল। কিছুক্ষণ পর নৌকায় থাকা লোকজন নদীতে ভেসে আসা কিছু দেখেন এবং এগিয়ে গিয়ে শিশু দুটির মৃতদেহ পান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    