শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ এএম
মৃত শিশু তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)
expand
মৃত শিশু তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর প্রাণহানি ঘটেছে। মৃত শিশুরা হলেন তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)। ঘটনা শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় কদমতলী গ্রামে ঘটেছে।

তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার কন্যা এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে। স্থানীয় ওয়ার্ড সদস্য জানিয়েছেন, গ্রামের চারপাশে বাক-লঙ্গন নদী বয়ে গেছে।

শিশু দুজন বাড়ির পাশের দোকান থেকে ঝালমুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নদীর তীরে বসেছিল। কিছুক্ষণ পর নৌকায় থাকা লোকজন নদীতে ভেসে আসা কিছু দেখেন এবং এগিয়ে গিয়ে শিশু দুটির মৃতদেহ পান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন