

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার সেই ‘হাঁস’ চুরির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক এই সংসদ সদস্য।
নির্বাচনি পরিবেশ ও ভোটের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি নিজ আসনের ভোটারদের উদ্দেশে বললেন, ‘সবাই খেয়াল রাখবেন, নির্বাচনে জালভোট দিয়ে আমার হাঁস যেন চুরি করতে না পারে।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন।
এ সময় ভোটারদের সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার দাবি জানান রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জালভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষপর্যন্ত লড়াই করে যাবো।’
তিনি আরও বলেন, ‘এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’
উঠান বৈঠকে স্থানীয় নেতা ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা রুমিন ফারহানার বক্তব্যে সমর্থন জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আসন্ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন। যার জেরে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন
