বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পাস ডাক্তার রোগী দেখতেন সিরিয়াল নিয়ে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
expand
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

রোগী দেখা ও ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লিখে দেওয়ার অভিযোগে এসএসসি পাস এক ফার্মেসি মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বোধল বাজার এলাকায় শিল্পী ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ইফতেখারুল আলম রিজভী জানান, সদর উপজেলার বোধল বাজার এলাকার শিল্পী ফার্মেসির মালিক শ্রী মনিন্দ্র দেবনাথ নিজেই সিরিয়াল নিয়ে রোগী দেখছিলেন এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ লিখে দিচ্ছিলেন।

তদন্তে জানা যায়, ওই ফার্মেসি মালিকের শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলেও তিনি পল্লী চিকিৎসক, এমবিবিএস কিংবা স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো বৈধ সনদপ্রাপ্ত নন। এছাড়া ফার্মেসিটিতে অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধও পাওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X