

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এমপি হলে নিজের এলাকাতেই চিকিৎসা নেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘জ্ঞানের আলো একাডেমি’ নামে একটি কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারি বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের আগে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের হাতে বই দিতে পারেনি। ২০২৬ সালে তারা পারবে কি না, আমি জানি না। তবে আশা করি, জানুয়ারিতেই যেন আমাদের সন্তানদের হাতে বই পৌঁছে দেওয়া হয়।
স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ও আমার পরিবার কোনোদিন বিদেশে চিকিৎসা নেইনি। ভবিষ্যতেও দেশের বাইরে চিকিৎসা নেওয়ার কোনো পরিকল্পনা নেই। যদি আমি এমপি হই, আমার যেকোনো চিকিৎসা আমি আমার এলাকাতেই নেব। একজন এমপি তার এলাকায় চিকিৎসা নিলে ডাক্তার, নার্স-পুরো সিস্টেমটাই সঠিকভাবে কাজ করে।”
কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠকে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
