মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালান পণ্যের ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষ,  আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম
সংঘর্ষে আহত
expand
সংঘর্ষে আহত

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালান পণ্যের ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৭টার দিকে পৌর শহরের টিএ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গুলিতে আহতরা হলেন, কান্দিপাড়া মাইমুল হাটি এলাকার মৃত জাবেদ উল্লাহর ছেলে নাজমুল আহমদ (৩৬), একই এলাকার লিটন মিয়ার ছেলে সোয়েব মিয়া (২৪) ও গোলাপ মিয়ার ছেলে সাজু মিয়া (২২)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টিএ রোড এলাকার কান্দিপাড়া মহল্লার মাইমল হাটিতে রাত ৭টার দিকে কান্দিপাড়ার দিলীপ ও সাকিলপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে ৩ জনসহ ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “চোরাচালানের মালামাল নিয়ে দিলীপ ও সাকিলের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সন্ধ্যার পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হলে গুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X