শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
expand
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান এবং বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

শনিবার সকালে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন পর্যবেক্ষণে বিশ্বজুড়ে আহ্বান জানানো হয়েছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আমেরিকার রিপাবলিকান ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন: সরকার পর্যবেক্ষকদের কোনো কাজে আগ বাড়িয়ে হস্তক্ষেপ করবে না, যাতে করে প্রভাবিত করার কোনো প্রশ্ন না ওঠে। সরকার মূলত পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে তারা কোনো বিশেষ সহায়তা চাইলে তা প্রদান করা হবে। কাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। সরকার এখানে কোনো ভূমিকা পালন করবে না।

মোহাম্মদ তৌহিদ হোসেন তার বক্তব্যে নির্বাচনের পরিবেশ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরেন, "মানুষ দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল, তাই তারা এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা চাই বিপুলসংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে কেউ নির্বাচনে গণ্ডগোল করার সুযোগ না পায়।"

উপদেষ্টা স্পষ্ট করেন যে, বর্তমান সরকারের মূল লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। আগামী দিনগুলোতে সব দল শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে এবং দেশ স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হবে।

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার বিশেষ বক্তব্য রাখেন। এছাড়া সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X