

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালে মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় ৮ প্রার্থীর মনোনয়ন স্তগিত করেছে রিটার্নিং কর্মকর্তা।
এনিয়ে বরিশালের সংসদীয় ৬ টি আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জনের মনোনয়ন স্তগিত রাখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২ ও ৩ জানুয়ারি বরিশালের সংসদীয় ৬ টি আসনের ৪৮ টি মনোনয়ন বাছাই করা হয়।শনিবার বাছাইয়ের শেষ দিনে বরিশালের সংসদীয় ১,২,৩ আসনের ২৫ জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়।
এসময় অঙ্গিকার নামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা, ভোটার তালিকায় অসঙ্গতি, দলীয় মনোনয়ন না থাকায় বরিশাল ৩ বাবুগঞ্জ- মুলাদী আসনে জাতীয় পার্টির ২ জন, স্বতন্ত্র ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া একই আসনের ২ টি মনোনয় স্তগিত করা হয়েছে। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন ও এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষনা করেছে রিটার্রিং কর্মকর্তা।
এছাড়া বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া আসনে জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষন করা হয়েছে। তার দলীয় মনোনয়ন না থাকায় রিটার্নিং কর্মকর্তা এসিধান্ত দেন। এর আগে শুক্রবার বাছাইয়ের প্রথম দিনে ২ জনের মনোনয়ন বাতিল ও ২ জনের মনোনয়ন স্তগিত করে রিটার্নিং কর্মকর্তা। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা পুনরায় আপিল করতে পারবে। আর যাদের মনোনয়ন স্তগিত করা হয়েছে তাদের বিষয়ে যাচাই বাছাই করে রোববার সিধান্ত নেয়া হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ, বরিশালের ৬ টি সংসদীয় আসনে ৬২ টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল এর মধ্যে ৪৮ টি মনোনয়ন জমা দেন প্রার্থীরা। বাছাই শেষে ৩২ টি মনোনয়ন বৈধ ঘোষনা করে রিটার্নিং কর্মকর্তা।
মন্তব্য করুন
