মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
expand
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করাসহ ৮ দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে ওই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে শতশত যানবাহনের লাইন কয়েক কিলোমিটার দীর্ঘ হয়।

জানা যায়, এর আগে পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কার্যালয়সহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।

ওই কর্মসূচির অংশ হিসেবে বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫৫১ জন শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরিক্ষা বর্জন করে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে গত ১ সপ্তাহ বিক্ষোভ মিছিল করে আসছে তারা।

এর ধারাবাহিকতায় সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৮ দফার প্রজ্ঞাপন চেয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তারা। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি তদন্ত সঞ্জিত চন্দ্র নাথ বিক্ষোভকারীদের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে সড়ক ছেড়ে দেওয়া হয়।

এছাড়া বরিশাল ডিসি পক্ষ দিয়ে তাদের দাবী যৌক্তিক বলে ওপর মহলে কথা বলার আশ্বাস দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি. এ.ই অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা গ্রহণ করা।

এ বিষয়ে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, ১৭ ডিসেম্বর বুধবার দ্বিতীয় ও ষষ্ঠ সেমিস্টারের ২৮৬ জন শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে এবং অন্যান্য সেমিস্টার আরো ২৬৫ জনসহ মোট ৫৫১ জন শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। আমার কক্ষসহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। আজ ২২ ডিসেম্বর তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে।

আমি বিষয়টি নিরাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের দাবিগুলো আমি উর্ধতন মহলকে জানিয়েছি"। আন্দোলনে নেতৃত্ব দেয় ২ পর্বের সালমান মাহমুদ, ৮ম পর্বের সাহাদাত হোসেন, ৬ষ্ঠ পর্বের বরকতউল্লাহ, আমিন, ৪র্থ বর্ষের মীম আক্তার, ৬ষ্ঠ পর্বের অহনা প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X