মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় নারী উদ্যোক্তা ও সংবাদ কর্মীদের সাথে কর্মশালা 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
পাথরঘাটায় নারী উদ্যোক্তা ও সংবাদ কর্মীদের সাথে কর্মশালা 
expand
পাথরঘাটায় নারী উদ্যোক্তা ও সংবাদ কর্মীদের সাথে কর্মশালা 

নারী উদ্যোক্তাদের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সাফল্যের গল্প তুলে ধরতে বরগুনার পাথরঘাটায় সিসিডিবি (সিসিডিবি)র উদ্যোগে সংবাদকর্মীদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সিসিডিবির কার্যালয়ের হলরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় পাথরঘাটার বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা তাঁদের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রামের গল্প এবং সাফল্যের পথচলা তুলে ধরেন। তারা জানান সিসিডিবির প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা পাওয়ার পর তাঁরা আত্মনির্ভরতার পথে দ্রুত এগিয়ে যেতে পেরেছেন।

অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা সুজয়া ও রুবি বেগম জানান, শুরুতে পথ কঠিন ছিল। তবে সিসিডিবির সহযোগিতা, নিয়মিত মনিটরিং ও বাজার সংযোগ সহায়তার ফলে তাঁদের ব্যবসা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছে। কেউ হস্তশিল্প, কেউ পোশাক, আবার কেউ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে সফলভাবে কাজ করছেন।

কর্মশালায় উপস্থিত সংবাদকর্মীরা বলেন, নারী উদ্যোক্তাদের এই সাফল্যের গল্প সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তাই এগুলো গণমাধ্যমে তুলে ধরা গুরুত্বপূর্ণ। পাশাপাশি তাঁরা নারী উদ্যোক্তাদের নেটওয়ার্ক শক্তিশালী করা এবং বাজার ব্যবস্থায় তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সুপারিশ করেন।

সিসিডিবির এনগেজ প্রকল্পের কর্মকর্তা অভিজিৎ মজুমদার রতন বলেন, সমাজে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নই আমাদের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে আমরা এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবো।

তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ে আরও বেশি নারী উদ্যোক্তা তৈরি করতে সিসিডিবি কাজ করছে। পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়ন, বাজার–সংযোগ বৃদ্ধি এবং উৎপাদন সম্প্রসারণে বহুমুখী সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন