

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর পাংশা উপজেলায় পারিবারিক কলহের জেরে আব্দুল সাত্তার মৃধা নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আটজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরাজ মৃধা (পলাতক), সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ এবং ঠান্ডা মৃধা (পলাতক)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন ঈদের সকালে পারিবারিক কলহের জেরে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগিরমালঞ্চি গ্রামে আব্দুল সাত্তার মৃধাকে তার ভাই ও ভাতিজারা জবাই করে হত্যা করে। পরদিন নিহতের স্ত্রী পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রাজ্জাক জানান, মামলায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে। অন্যদিকে ১০ জনের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ রায়কে ন্যায়বিচারের উদাহরণ হিসেবে উল্লেখ করে পিপি বলেন, “দীর্ঘ সাত বছর পর ভিকটিমের পরিবারের জন্য এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি দিন।”
মন্তব্য করুন