সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে শেষ হলো শ্রীগুরু সংঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব
expand
শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব

পিরোজপুরের কাউখালী উপজেলায় মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় আশ্রমের ঐতিহ্যবাহী পাঁচ দিনব্যাপী আবির্ভাব ও রাস উৎসব।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে লক্ষাধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব তিথি উপলক্ষে গত ৬ নভেম্বর থেকে এ উৎসব শুরু হয়। এবারের উৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় আট লক্ষাধিক ভক্ত ও পূণ্যার্থীর আগমন ঘটে।

পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন অনুষ্ঠিত হয় ভক্তিমূলক আলোচনা, নামকীর্তন, ধর্মীয় সঙ্গীত, পরিক্রমা ও গুরুপূজা। সমাপনী দিনে অনুষ্ঠিত হয় কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, পরিক্রমা ও গুরুপূজার পর মহাপ্রসাদ বিতরণ।

উৎসবকে ঘিরে আশ্রমের আশপাশের বিশাল এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী রাসমেলা, যেখানে ধর্মীয় সামগ্রী, মিষ্টান্ন, খেলনা ও স্থানীয় হস্তশিল্পের দোকান বসে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবির বলেন,“হিন্দু ধর্মের অনুষ্ঠান হলেও এটি এই অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে। অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি আমাদের দলের প্রায় আড়াইশো স্বেচ্ছাসেবক দিন-রাত পরিশ্রম করেছে।”

আবির্ভাব উৎসবের কর্মী প্রধান রতন কর জানান,“বিভিন্ন রাজনৈতিক দল, শ্রীগুরু সংঘের ভক্তবৃন্দ ও মুসলিম ভাইয়েরা সবাই মিলে এই উৎসব সফল করতে সহযোগিতা করেছেন।”

শ্রীগুরু সংঘের সহ-পরিকল্পনা ও গবেষণা সম্পাদক সজল দে বলেন,“আমার দেখা মতে এবারের উৎসবটি সবচেয়ে সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। লক্ষ লক্ষ মানুষের আগমন হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

স্থানীয় প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পুরো উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন