সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তামাশাকারীরা আ.লীগের মতো ‘নাই’ হয়ে যাবে: নুর

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম
বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
expand
বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে ভিন্নমত দমনে জামায়াত–বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে।

তাদের নেতাকর্মীদের খুঁজে খুঁজে বের করে মামলা, হামলা ও এলাকা ছাড়া করা হয়েছিল।

যাঁরা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, জনগণের সঙ্গে তামাশা করবে, তারাই রাজনীতি থেকে আওয়ামী লীগের মতো ‘নাই’ হয়ে যাবে।

রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এশার নামাজ শেষে গাইবান্ধার সুন্দরগঞ্জের বাহির গোলা চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, আপনাদের কারও সন্তান, কারও ভাই—এই তরুণরা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে অসাধ্য সাধন করেছে, তা গত ৫০ বছরে সম্ভব হয়নি।

তাই জুলাই অভ্যুত্থান–পরবর্তী সময়ে আগামীর রাজনীতি ও বাংলাদেশের গতিপথ কী হবে, তা নির্ধারণ করবে এ দেশের নতুন প্রজন্ম ও সাহসী তরুণরা।

নুর আরও বলেন, যে তরুণরা বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, যারা এই পরিবর্তন এনেছিল—সেই তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে, ইনশাআল্লাহ। এ তরুণরা আপনাদের সন্তান, আপনাদের কারও ভাই। তাই তাদের পাশে আপনাদের থাকতে হবে।

আমরা তরুণ প্রজন্ম ও জনগণের সঙ্গে থাকতে চাই। জনগণের চিন্তা–ভাবনাকে ধারণ করে আগামীর রাজনীতিকে এগিয়ে নিতে চাই।

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, বিগত সময়ে যারা এমপি–মন্ত্রী হয়েছেন, তাদের অধিকাংশই জিরো থেকে হিরো হয়েছেন। শূন্য থেকে কোটিপতি হয়েছেন। শুধু কোটিপতি নন, শত–সহস্র কোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু যে ভোটারদের ভোটে তারা এমপি–মন্ত্রী হন, সেই এলাকার মানুষের কথা তারা ভুলে যান।

তিনি আরও বলেন, এই অঞ্চলের গরিব মানুষদের রংপুর নয়, চিকিৎসার জন্য যেতে হয় ঢাকায়। সঙ্গে নিতে হয় আরও দুজনকে। এতে অঞ্চলের মানুষের আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ক্ষতি হয়। কারণ আমরা বিভাগীয় শহরগুলোতে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারিনি। তিনি প্রশ্ন রাখেন, কেন এ অঞ্চলের মানুষকে ঢাকায় ছুটতে হবে? কাজেই বিভাগীয় শহরগুলোতে মানসম্মত হাসপাতাল থাকতে হবে।

শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হানিফ খান সজিব, গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনে প্রার্থী মাসুদ রানা মোন্নাফ এবং সাদুল্লাপুর–পলাশবাড়ি আসনে প্রার্থী মো. সুরুজ্জামান সরকারকে পরিচয় করিয়ে দিয়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান নুর।

এ সময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. হানিফ খান সজিব এবং গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সংগঠক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা মোন্নাফ। জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক রুমন বসুনিয়া প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন