মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির হারুনের প্রতিদ্বন্দ্বী জামায়াতের বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম
সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ ও জামায়াত নেতা রুল ইসলাম বুলবুল
expand
সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ ও জামায়াত নেতা রুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদকে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশিদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। হারুনুর রশিদ এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং বিগত আওয়ামী লীগ আমলেও ২০১৮ এর নির্বাচনে বিজয় লাভ করেছিলেন।

এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে মাঠ আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। তিনি এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের ভিপির দায়িত্ব পালন করেছেন।

ধারণা করা হচ্ছে, ভোটের মাঠে এই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

এদিন বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে। স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন