মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুক

তড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:০২ পিএম
নেতাকর্মীদের আনন্দ মিছিল
expand
নেতাকর্মীদের আনন্দ মিছিল

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী হিসেবে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক এর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করেন।

ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই তাড়াইল ও করিমগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সন্ধ্যায় তাড়াইল সদর বাজারে পানীয় বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল করে এবং মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন।

মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং “ড. ওসমান ফারুকের নেতৃত্বে পরিবর্তনের অঙ্গীকার”স্বাধীনতার ঘোষক জিয়া-নেত্রী মোদের খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক জিয়া, ইত্যাদি স্লোগানে মুখরিত হয় পুরো বাজার এলাকা।

তাড়াইল উপজেলা বিএনপির একাধিক নেতার মতে, দলের জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতা ড. ফারুককে প্রার্থী ঘোষণা করায় স্থানীয় নেতাকর্মীরা এখন নতুন উদ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ড. এম ওসমান ফারুক চারদলীয় জোট সরকারের সময় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং কিশোরগঞ্জ-৩ আসন থেকেই পূর্বে সংসদ সদস্য নির্বাচিত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন