মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
মুন্সীগঞ্জে কারেন্ট জাল ধ্বংস
expand
মুন্সীগঞ্জে কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জে আদালতের নির্দেশে চলমান চার মামলার আলামত হিসেবে জব্দ করা বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার মুক্তারপুর ধলেশ্বরী নদীর পাড়ে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের উপস্থিতিতে ধ্বংস কার্য সম্পন্ন হয়। এসময় ৯ কেজি ৮০০ গ্রাম ও ৫ হাজার ৪৭৫ বর্গকিলোমিটার কারেন্ট জাল, ২ হাজার ২৯৮ পিস সুতার ববিন, ২ হাজার ৪৯৮ পিস সুতার রিল এবং ১১৮ প্যাকেট নতুন কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই ইসফাত আরা খানম। তিনি জানান, জব্দকৃত এসব কারেন্ট জাল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর থানার এসআই মো. সোহাগ, গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হুদা নাইমসহ পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার নিষিদ্ধ। এই জাল মাছের প্রজনন ও জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় নিয়মিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব জাল জব্দ করে থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন