মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাসের অভিযান, গুড়িয়ে দেওয়া হলো ঢালাই কারখানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাসের অভিযান
expand
মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাসের অভিযান

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাস গ্যাসের বিশেষ অভিযানে একটি অবৈধ ঢালাই কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দী ভাটেরচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। পরে কর্মকর্তারা ঢালাই কারখানার চুলা, উৎপাদিত মালামাল ও সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেন এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

অভিযানের আগে আরও দুটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, “এটা আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ। খনিজ সম্পদ রক্ষা ও অবৈধ সংযোগ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢালাই কারখানায় এই অভিযান চালানো হয়। সেখানে নকল ‘বলাকা’ গ্যাসের চুলাসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হতো।

তিতাস গ্যাস সোনারগাঁ অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, “আমরা জানুয়ারি মাস থেকেই অবৈধ চূনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কাজ করে যাচ্ছি। আজ দু’টি রেস্তোরাঁর সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কারখানার মালিককে সনাক্ত করে মামলা করা হবে।”

অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন