

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দুধসর গ্রামেএ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল ইসলাম দীর্ঘদিন ধরে কাঠ শ্রমিক হিসাবে কাজ করে আসছিলেন। সোমবার সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান।
সেখানে সকাল ১১ টার দিকে একটি গাছের ডাল কাটতে গিয়ে হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খায়রুল ইসলাম শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
দুধসর গ্রামের আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল ইসলাম নামের এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হয়। পরে সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুম খান জানান,গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন