

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পিএফ পাহাড় এলাকা থেকে মান্না বড়ুয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পিএফ পাড়া এলাকার সুধীর বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (৩ নভেম্বর) সকালে কুতুপালং পিএফ পাহাড় এলাকার একটি বাঁশঝাড়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মান্না বড়ুয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিয়াউল হক বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
স্থানীয়দের বরাতে জানা গেছে, মান্না বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তবে পারিবারিক বা সামাজিক কোনো বিরোধ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার পর থেকে মান্না বড়ুয়ার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার প্রবীণরা জানান, “মান্না শান্ত স্বভাবের ছেলে ছিল। কী কারণে এমন করল, তা বিশ্বাসই করা যাচ্ছে না।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন