

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নবীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস) বিক্রির দায়ে ইনাতগঞ্জ বাজারের জালাল এনার্জি পয়েন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য তালিকা যাচাই করা হয়।
যাচাইকালে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছিল। এ অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জামাল চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
অভিযানকালে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অনিয়মের পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপজেলা প্রশাসন।
মন্তব্য করুন
