

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে যশোরে ভোটারদের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা এবং মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। সভা শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আনুষ্ঠানিকভাবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মক ভোটিং ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি নিজেই মক ভোট প্রদান করে কর্মসূচির কার্যক্রম শুরু করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ এবং তরুণ সমাজ আজ নতুন করে ভোটাধিকার প্রয়োগে আগ্রহী হয়ে উঠেছে। তিনি বলেন, গণভোট কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি স্বৈরাচার প্রতিরোধের কার্যকর পথ এবং নতুন বাংলাদেশ গড়ার একটি সনদ।
তিনি নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে তরুণদের উদ্দেশে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব তরুণদের হাতেই থাকবে।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা গণভোট ও নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে সমন্বিত প্রচারণা ও মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
মন্তব্য করুন
