সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাচালান ঠেকানো থেকে ভোটের নিরাপত্তা: ময়মনসিংহে বিজিবির দ্বিমুখী প্রস্তুতি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ
expand
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ

আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে রেখে ময়মনসিংহ সেক্টরে প্রস্তুতি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, এসজিপি, পিএসসি (পদাতিক)।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছে। ময়মনসিংহ সেক্টরের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল, তল্লাশি ও নিবিড় নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি জানান, বিশেষ করে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নগুলোর অভিযানে ১৪৭ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৪০ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য প্রতিটি ব্যাটালিয়নে দুই প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে এসব সদস্য মোতায়েন করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ময়মনসিংহ সেক্টর সদরসহ অধীনস্থ ব্যাটালিয়নের মোট ২ হাজার ৫২০ জন বিজিবি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, আইনানুগ আচরণ, জনসাধারণের সঙ্গে যোগাযোগ এবং সংকট মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নির্বাচন উপলক্ষে শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও কুড়িগ্রাম এই সাত জেলার ৬২টি উপজেলার ৩৯টি সংসদীয় আসনে ১২৬ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে ১১টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। বাকি উপজেলাগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করা হবে।

নির্বাচন-পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সব উপজেলা ও ভোটকেন্দ্রে ইতোমধ্যে রেকি ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্বাচনকালীন সময়েও ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ২৪২ দশমিক ৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত ৪৮টি বিওপি পূর্ণাঙ্গভাবে সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করবে বিজিবি।

এসময় প্রেস ব্রিফিংয়ে বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X