সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন জটিলতায় কুমিল্লায় বিএনপির তিন প্রার্থী: উৎকণ্ঠায় ভোটাররা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কুমিল্লার তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কোথাও মনোনয়ন বাতিল, কোথাও স্থগিত সিদ্ধান্ত সব মিলিয়ে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত কারা থাকছেন, তা স্পষ্ট নয়।

তবে সংশ্লিষ্ট প্রার্থীরা বলছেন, আইনি লড়াইয়ে আশাবাদী এবং শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পাওয়ার বিশ্বাস তাঁদের আছে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকীর করা আপিল শুনানি শেষে রোববার কমিশন এ সিদ্ধান্ত দেয়। অভিযোগে বলা হয়, গফুর ভূঁইয়া যুক্তরাষ্ট্রের নাগরিক।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে হতাশ না হয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন গফুর ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, হাইকোর্টে ইতিবাচক রায় পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

এই আসনেই আরেক প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াও আপিলে ব্যর্থ হয়েছেন। বিএনপির প্রার্থী না হয়েও দলটির পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বাতিল করেন। নির্বাচন কমিশনে করা আপিলেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।

অন্যদিকে কুমিল্লা-৩ আসনে বিএনপির জন্য পরিস্থিতি এখনো ঝুলে আছে। দলটির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইউসুফ সোহেল এ অভিযোগ এনে ইসিতে আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার নির্বাচন কমিশনের আপিল বোর্ড মনোনয়ন বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে তা স্থগিত রাখে।

কমিশন জানিয়েছে, আজ সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এ ছাড়া কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নও বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ।

ইসি সূত্র জানায়, দুজনের মনোনয়ন বৈধতা নিয়ে পাল্টাপাল্টি আপিল হয়েছিল।

মনোনয়ন সংক্রান্ত এসব সিদ্ধান্তে কুমিল্লায় বিএনপির নির্বাচনী কৌশল ও প্রস্তুতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এখন নজর উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X