সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় বিপন্ন প্রজাতির মা কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
বিপন্ন প্রজাতির একটি সামুদ্রিক মা কচ্ছপ উদ্ধার
expand
বিপন্ন প্রজাতির একটি সামুদ্রিক মা কচ্ছপ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় এক জেলের জালে আটকা পড়া বিপন্ন প্রজাতির একটি সামুদ্রিক মা কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে উপজেলার সদর ইউনিয়নের জালিয়াখালী এলাকা থেকে বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে বন বিভাগের একটি দল এ কচ্ছপটি উদ্ধার করে।

ওই কচ্ছপটি পরে বঙ্গোপসাগরের মগনামা-কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করে বনবিভাগ।

স্থানীয়রা জানান, প্রায় ৪৫/৫০ কেজি ওজনের এমন বিশাল আকৃতির কচ্ছপ তারা আগে কখনো ওই নদীতে দেখেননি।

রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলে শাহিনের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, "ধারণা করা হচ্ছে, মা কচ্ছপটি ডিম দেওয়ার জন্য সাগর থেকে নদীতে ঢুকে পড়েছিল এবং সেখানে পাতানো জালে আটকা পড়ে।

দীর্ঘক্ষণ ডাঙ্গায় থাকায় কচ্ছপটি দুর্বল হয়ে পড়েছিল। তাই কালক্ষেপণ না করে দ্রুত সেটিকে সাগরে অবমুক্ত করা হয়েছে। পানিতে ছাড়ার পরপরই কচ্ছপটি সাঁতার কেটে গভীর সমুদ্রে চলে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X