সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
আটককৃত সুমন মিয়া (১৯)
expand
আটককৃত সুমন মিয়া (১৯)

হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত প্রায় ৮টা ৫৫ মিনিটে চুনারুঘাট বাজার এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

এ সময় আমুরোড বাজার থেকে চুনারুঘাট বাজারের দিকে আসা একটি কালো-সবুজ রঙের ব্যাটারিচালিত অটোরিকশা থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগী পালানোর চেষ্টা করে।

র‍্যাব সদস্যরা সুমন মিয়া (১৯) নামের এক যুবককে আটক করতে সক্ষম হলেও অটোরিকশার চালক মো. রনি মিয়া (২২) পালিয়ে যায়। পরে আটককৃত সুমনের দেওয়া তথ্যে অটোরিকশার চালকের সিটের নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো ও স্কচ টেপে প্যাকেটজাত ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুমন মিয়া চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।

র‍্যাব জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

র‍্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X