

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রোববার (১৮ জানুয়ারি) লক্ষ্মীপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য ও রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ শোকজ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, শাহাদাত হোসেন সেলিম একটি সমাবেশে প্রকাশ্যে ভোট চান এবং সেই বক্তব্যের ভিডিও তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। প্রার্থী হিসেবে তার এ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
কারণ দর্শানোর নোটিশে আরও বলা হয়, এ বিষয়ে তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ অভিযোগ করা হবে না সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।
জানা গেছে, মনোনয়ন ফরম জমা দেওয়ার পর থেকেই শাহাদাত হোসেন সেলিম বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের নামে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমাবেশ করে ভোট চাইছেন। এ সংক্রান্ত একাধিক ভিডিও ইতোমধ্যে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। এ নিয়ে প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও বিরোধী পক্ষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে দশ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা মাহবুব আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লেখেন, “দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের পর এ জনপদের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। এ দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। জনগণ নজর রাখছে। লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”
আরও জানা গেছে, গত ১৭ জানুয়ারি একটি সমাবেশে ভোট চাওয়ার ২৭ সেকেন্ডের একটি ভিডিও শাহাদাত হোসেন সেলিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমাকে একটা ভোট দেবেন? আমি আপনাদের ছেলে, ভাই। আমি আপনাদের সেবা করতে চাই এবং সেই সেবায় আমার জীবন উৎসর্গ করতে চাই।”
এ বিষয়ে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য বিচারক বিল্লাল হোসেন বলেন, প্রার্থীর ফেসবুকে প্রকাশিত ভিডিও যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি পৌঁছে দেওয়ার জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
