রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে ২২ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম
অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
expand
অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মৎস্য সম্পদ সংরক্ষণে চলমান ‘বিশেষ কম্বিং অপারেশন–২০২৬’-এর দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে পটুয়াখালীর রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ২২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, রাঙ্গাবালী ও গলাচিপা যৌথভাবে সোনার চর, মায়ার চর, তেতুলিয়া নদী এবং তেতুলিয়া নদীর সাগর মোহনা এলাকায় অভিযান চালায়।

মৎস্য বিভাগ জানায়, অভিযানে ১৬ হাজার মিটার কারেন্ট জাল, ৩১টি বেহুন্দি জাল এবং ৩০টি চর ঘেরা জাল জব্দ করা হয়। পরে গহিনখালী লঞ্চঘাট সংলগ্ন মাঠে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে গলাচিপা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী উপস্থিত ছিলেন।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী (এলসিভিপি-০১২) এবং বাংলাদেশ নৌ-পুলিশ, রাঙ্গাবালী উপজেলা সহযোগিতা করে।

মৎস্য বিভাগ বলছে, অবৈধ জাল ব্যবহার বন্ধ করে নদী ও সাগরের মৎস্যসম্পদ রক্ষা এবং টেকসই মাছ আহরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X