

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানির মাধ্যমে তার প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে মনোনয়নপত্রের সাথে সংযুক্ত ভোটার তালিকায় স্বাক্ষর গরমিলের অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইসিতে আপিল করলে নাছির উদ্দিন হাজারী যাবতীয় তথ্য পুনরায় পর্যালোচনা করে তাঁর মনোনয়নকে বৈধ বলে স্বীকৃতি দেয় ইসি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন হাজারী বলেন, আমি এই আসনের সাধারণ জনগণের চিন্তা করে প্রার্থি হিসেবে নির্বাচন করবো‘আমার আজকে খুব খুশি লাগছে। আমি ন্যায়বিচার পেয়েছি। ইসি আপিল শুনানি শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
মন্তব্য করুন
