রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ দেখতে চাই না: নুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:২২ এএম
শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর
expand
শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আপনারা শুনেছেন শামীম ওসমান সাহেব বলেছিলেন একটি প্রোগ্রাম ইন্ডিকেট করে যে, `কালো গ্লাস দিয়ে নাকি কবে এসেছিলাম, আবার চোরের মতো নাকি পালিয়ে গিয়েছি।'

কেন ভাই আমরা তো এই দেশের নাগরিক। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠেও পড়াশোনা করেছি, কেন আমাদেরকে পালিয়ে যেতে হবে? এইযে একটা অতিষ্ট পরিবেশ দেশে কায়েম করে রাখা হয়েছিল। আমরা অতীতের মতো ওই কালো রাজনীতির পরিবেশ, আর বাংলাদেশে তৈরি করতে চাই না। দল মত নির্বিশেষে সকলে মিলেমিশে দেশকে গড়ে তুলতে চাই।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ফতুল্লার তল্লা রেল লাইন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কঠিন সময়ে আমরা একজন ব্যক্তির আওয়াজ সবসময় পেয়েছি। লেখা-লেখি টকশো এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল ড. আসিফ নজরুল। অনেকে যদিও বলেন সে ভিপি নুরের লোক বা ভিপি নুর আসিফ নজরুলের লোক। কিন্তু আমরা একটা কথা বলতে পারি অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির নেতা ও বিভিন্ন সংগঠনের নামে দোকান দেখতে পাই। কিন্তু গণঅভ্যুত্থানের কঠিন সময়ে কয়জন শিক্ষক কথা বলেছে? বা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, চব্বিশের ৫ আগস্টের পরে এই আসিফ নজরুলের চরিত্র হনন করা হয়েছে এবং ভারতীয় দালাল বানানো হয়েছে। পাশাপাশি বিএনপির মির্জা ফখরুল, সালাউদ্দিন, রুমিন ফারহানা, আমির খসরু ও আমাদেরকে ভারতীয় দালাল ও ইসরাঈলের চর বানানোর চেষ্টা করছে। ওরা কারা? ৫ আগস্টের পূর্বে অনেকেই আমাদের পক্ষে ছিল এবং সরকারবিরোধী ভিডিও বক্তব্য দিয়েছে। তাই আমরা তাদেরকে গ্রহণ ও লাইক করেছি। কিন্তু এই কালপিটগুলো নির্বাচনকে সামনে রেখে কিনবা গত ১৫ বছর দেখেছেন দেশের মধ্যে নানান রকমের মব ভায়োলেন্স তৈরি করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচয় করাতে চায়। এবং রাজনৈতিক ফায়দা লুটার পাশাপাশি জুলাইয়ের মধ্যদিয়ে যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য নষ্ট করার চেষ্টা করছে।

নুর বলেন, আজকে আপনারা সচেতন, এই বিষয়গুলো বুঝতে হবে যে, মায়ের থেকে দরদ বেশি হলে বলে মায়া রাক্ষসী। মায়ের চাইতে সন্তানের প্রতি কারো বেশি দরদ থাকতে পারে না। আজকে আমরা দেশে থেকে লড়াই, সংগ্রাম ও রাজপথে রক্ত দিয়েছি। পরিবার পথে পথে ঘুরেছে, স্ত্রী স্বামীর সন্ধানে কেন পত্রিকার অফিসের নিচে ঘুরেছে, আমরা কি অপরাধী?

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন, মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফিন প্রমুখ।

ঢাকায় অবস্থিত গলাচিপা ও দশমিনার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X