বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
এনপিবি নিউজে সংবাদ প্রকাশ

টিএস আইয়ুবের মনোনয়ন বাতিল

এনপিবি প্রতিবেদক ও যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুব
expand
যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুব

যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুব যে ঋণ খেলাপি, সেই তথ্য সর্বপ্রথম প্রকাশ করে এনপিবি নিউজ। এনপিবির ওই প্রতিবেদনের পর বিষয়টি আলোচনায় আসে এবং নির্বাচন কমিশন তদন্তে নামে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শেষ পর্যন্ত টি. এস. আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে তার প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়।

এর আগে এনপিবির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, টি. এস. আইয়ুব ঋণ খেলাপি হিসেবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) তালিকাভুক্ত। পরে ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল শাখা থেকে যশোরের রিটার্নিং অফিসারের কাছে পাঠানো চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। চিঠিতে ব্যাংক কর্তৃপক্ষ আইয়ুবকে ঋণ খেলাপি উল্লেখ করে তার প্রার্থিতা গ্রহণ না করার অনুরোধ জানায়।

এনপিবির সংবাদ প্রকাশের পর নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শুরু করে। যাচাই শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আসে।

উল্লেখ্য, টি. এস. আইয়ুব সাইমেক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিএনপির মনোনীত প্রার্থী হওয়ার পাশাপাশি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এই সিদ্ধান্তে যশোর-৪ আসনের রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X