বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
বক্তব্য রাখেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি
expand
বক্তব্য রাখেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি

আওয়ামী লীগ শাসনামলে দেশ মেধাশূন্য হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

তিনি বলেন, একসময় করা একটি জরিপে দেখা গিয়েছিল দেশের মেধাবীরা বিদেশে পাড়ি জেতেই বেশি আগ্রহী ছিলেন। ওসমান হাদির সঙ্গে পড়াশোনা করা অনেক মেধাবী ছাত্র তখন দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। কিন্তু আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম।

তিনি আরও বলেন, ঘাতকরা শুধু ওসমান হাদিকেই হত্যা করেনি, তারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা চায় না এ দেশে মেধাবীরা রাজনীতিতে আসুক, তারা চায় না দেশে বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা হোক।

সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাসুমা হাদি। নলছিটি শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

আয়োজকরা জানান, টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ শরীফ ওসমান হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিফ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X