মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা, আহত 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম
যশোরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা
expand
যশোরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা

যশোর কোতোয়ালি থানার কুয়াদা ও সুতিঘাটা এলাকার মাঝামাঝি স্থানে সোমবার রাত দশটার দিকে একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন আব্দুল জলিল (৩০), পিতা সাইদুর রহমান, সাং কালকিনি আন্ডারচর, জেলা মাদারীপুর; জাকির হোসেন (২৭), পিতা নুর ইসলাম, সাং চকবাজার, ঢাকা; এবং রহমত আলী (১৮), পিতা সাধু মিয়া, সাং শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-চ ১২-৯০৭৫ নম্বরের একটি মাইক্রোবাসে করে তারা যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। কুয়াদা–সুতিঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোর-ড ১১-১১২৫ নম্বরের একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে এলে তাদের অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X