মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১০ দিন পেরোলেও যশোরে মাধ্যমিক–মাদরাসার সব বই পৌঁছায়নি

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম
যশোরে মাধ্যমিক–মাদরাসার সব বই পৌঁছায়নি
expand
যশোরে মাধ্যমিক–মাদরাসার সব বই পৌঁছায়নি

নতুন শিক্ষাবর্ষ শুরুর ১২ দিন পার হলেও যশোরের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছায়নি। প্রথম দশ দিনের মধ্যেই বই সরবরাহ সম্পন্ন হওয়ার কথা থাকলেও বাস্তবে সপ্তম ও অষ্টম শ্রেণির বই নিয়ে সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে। কোথাও আংশিক বই এসেছে, কোথাও একেবারেই পৌঁছায়নি। ফলে পড়াশোনা শুরু করতে পারছে না হাজারো শিক্ষার্থী।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক স্তরের সব বই এলেও মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে সরবরাহে বড় ধরনের ঘাটতি রয়েছে। বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের ক্ষেত্রে উপজেলার ভেদে চিত্র ভিন্ন। কোনো বিদ্যালয়ে দুই-তিনটি বই এসেছে, কোথাও পাঁচ-সাতটি, আবার অনেক প্রতিষ্ঠানে একটি বইও পৌঁছায়নি। মাদরাসাগুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত চাহিদার অর্ধেক বই না পাওয়ার অভিযোগ উঠেছে।

বিদ্যালয় ও মাদরাসা কর্তৃপক্ষ জানান, অল্প অল্প করে বই আসায় একাধিকবার শিক্ষা অফিসে যেতে হচ্ছে। এতে খরচ ও ঝামেলা বেড়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী এক-দুটি বই নিতে যাচ্ছে না। সব বই এলে একসঙ্গে নেওয়ার কথা জানাচ্ছে তারা।

অভয়নগরের সিরাজকাঠি দুর্গাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমাশীস মণ্ডল বলেন, ষষ্ঠ শ্রেণির কিছু বই এলেও সপ্তম ও অষ্টম শ্রেণির কোনো বই পাওয়া যায়নি। বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, যশোর সদর, কেশবপুর ও অভয়নগরের একাধিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় একই চিত্র দেখা গেছে।

উপজেলা শিক্ষা অফিসগুলো জানায়, বই পর্যায়ক্রমে আসছে। শার্শা উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, অষ্টম শ্রেণির মাত্র ২০ শতাংশ বই এসেছে। যশোর সদর উপজেলায় চাহিদার তুলনায় এখনো অর্ধেকেরও কম বই পাওয়া গেছে। বিশেষ করে অষ্টম শ্রেণির বাংলা বইয়ের সরবরাহ খুবই কম।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন বলেন, প্রায় ৭০ শতাংশ বই ইতোমধ্যে এসেছে। আগামী সপ্তাহের মধ্যে বাকি বই পাওয়ার আশা করা হচ্ছে। তবে অষ্টম শ্রেণির বই নিয়ে কিছু জটিলতা থাকায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X