

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে জোট মনোনীত প্রার্থীকে বর্জন করে জামায়াতে ইসলামীর নিজস্ব প্রার্থী দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় ভোটার ও কর্মী-সমর্থকরা। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সেনবাগ রাস্তার মাথায় এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীদের দাবি, জোট থেকে মনোনীত এনসিপি নেতা সুলতান জাকারিয়া এলাকায় অপরিচিত এবং সাধারণ মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। জনবিচ্ছিন্ন কাউকে প্রার্থী হিসেবে চাপিয়ে দেওয়া হলে ভোটাররা কেন্দ্রে যাবেন না বলে হুঁশিয়ারি দেন তারা। এর পরিবর্তে এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় মাওলানা সাইয়েদ আহম্মদকে প্রার্থী করার জোর দাবি জানানো হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এই প্রতিবাদ সভা। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন, ফলে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুত হস্তক্ষেপ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এই বিক্ষোভের বিষয়ে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার জানান, এটি দলের কোনো সাংগঠনিক কর্মসূচি নয়। অতি উৎসাহী কিছু কর্মী না বুঝে এই বিক্ষোভ করেছে।
তিনি আরও স্পষ্ট করেন যে—বিক্ষোভকারীদের ডেকে তাদের কর্মকাণ্ডকে 'অন্যায়' হিসেবে অভিহিত করা হয়েছে। দলের পূর্বঘোষিত প্রার্থী মাওলানা সাইয়েদ আহম্মদকে দ্রুত তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জোটের ঐক্য বজায় রাখতে স্থানীয় জামায়াত নেতৃত্ব অনড় থাকলেও তৃণমূলের একটি অংশ অপরিচিত প্রার্থীর পরিবর্তে পরিচিত মুখ মাওলানা সাইয়েদ আহম্মদকেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।
মন্তব্য করুন
