মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতাকে পা ভেঙে দিলো বিএনপি কর্মী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম
এক্স রে রিপোর্ট
expand
এক্স রে রিপোর্ট

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক নাসির উদ্দিনের উপরে অতর্কিত হামলা করে পা ভেঙে দেয়ার অভিযোগ করেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে। সদর ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক মো. ছগীর হোসেন (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত নাসির উদ্দিন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক এবং মো. শাহজাহানের ছেলে।

অভিযুক্ত নুর আলম একই এলাকার ফজলে করিমের ছেলে এবং ইউনিয়ন বিএনপি'র কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মহিলা জামায়াতে ইসলামিক তিন থেকে চার জন কর্মী সাংগঠনিক নিয়মিত দাওয়াতি পক্ষের অংশ হিসেবে কাজ করছিলো। রুহিতা এলাকার বিএনপি কর্মী নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে অকথ্য ভাষায় গালমন্দ করে। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দরা নাসির উদ্দিনকে জানালে তিনি ঘটনাস্থলে যান। নাসির উদ্দিন পৌঁছলে অভিযুক্ত নুর আলম অতর্কিত হামলা করেন। ওই হামলায় তার ডান পা ভেঙে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

আহত নাসির উদ্দিন বলেন, ঘটনাটি শোনার পরে সেখানে গিয়ে সত্যতা পাই। আমার উপস্থিতি দেখেই নুর আলম অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে এবং বলতে থাকেন কি তাদের সাপোর্ট করো? এই কথা বলার আমার ওপর অতর্কিত হামলা চালায় সে।

অভিযুক্ত নুর আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পরেই তিনি গাঢাকা দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছগীর হোসেন বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির সমর্থক নুর আলম জামায়াতে ইসলামীর নাসিরের ওপর হামলা করে পা ভেঙে দিয়েছে। সে যদি কোন অপরাধ করত তার জন্য আইন ছিল, এভাবে সে হামলা করতে পারেনা!

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাসুদুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সময় কোন ব্যক্তির উপর হামলা এটি কাম্য নয়। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দেখে ঈশান্নিত হয়ে এই কাজগুলো করছে। এর পিছনে রাজনৈতিক নেতাদের ইন্ধন আছে বলেও জানান তিনি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা মুঠোফোন বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে একটি ঝামেলা হয়েছে ঘটনাটি জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X